প্রথমবারের মতো আই অটোফোকাস প্রযুক্তির কারণে বিষয়বস্তু যতদূরই হোক না কেন তা স্বয়ংক্রিয়ভাবে ফোকাস করে এমনকি বিষয়বস্তু চলমান হলেও ফোকাস ধরে রেখে স্পষ্ট ছবি তুলতে পারবে ভিভো ভি২০।
ভিভো ভি২০তে এজি গ্লাস, ডুয়েল ভিডিও ক্যামেরাসহ দারুণ কিছু প্রযুক্তি যুক্তসহ ৪৪ এমপি সেলফি ক্যামেরা রয়েছে। যা এ যাবৎকালের সবচেয়ে বড় সেলফি ক্যামেরা।
শুক্রবার বাজারে ৩২ হাজার ৯৯০ টাকা মূল্যের ভিভো ভি২০ আনার ঘোষণা দেয় ভিভো। এ স্মার্টফোনটি কিনতে বাংলাদেশি গ্রাহকরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত প্রি-বুকিং দিতে পারবেন।
সানসেট মেলোডি ও মিডনাইট জ্যাজ রঙের ৭ দশমিক ৩৮ মিমির এ স্মার্টফোনটি বাজারের সবচেয়ে সরু স্মার্টফোন।
এতে থাকা ডুয়েল ভিডিও ক্যামেরা দিয়ে একই সময়ে সামনে ও পেছনের ক্যামেরায় ভিডিও করা যাবে। ফলে অনলাইনে ক্লাস করতে বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরিতে স্মার্টফোনটি কাজে লাগবে।
এর ৬.৪৪ ইঞ্চির ডিসপ্লেতে এজি গ্লাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এছাড়াও ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জের ফোনটি ৪০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
ফোনটিতে ৬৪, ৮ ও ২ এমপির তিনটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। সামনের ক্যামেরাটি ৪৪ এমপির অটোফোকাস যুক্ত। এর সুপার ওয়াইড অ্যাঙ্গেল নাইট মোড ও ট্রাইপোড নাইট মোড দিয়ে অন্ধকারেও ভালো ছবি তোলা যাবে।
স্মার্টফোনটি ৮ ও ১২৮ জিবির র্যাম ও রম ও ফানটাচ ওএস১১ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি দিয়ে চলবে।